Tuesday, June 21, 2016

মডেম বা রাউটার ছাড়াই ডেস্কটপে চালান ইন্টারনেট

ঢাকা : ডেস্কটপে সাধারণত ওয়াইফাই ডিভাইস থাকে না। বাসায় ওয়াইফাই রাউটার থাকলেও ডেস্কটপে ওয়াইফাই রিসিভার না থাকার কারণে ডেস্কটপে ইন্টারনেট ব্যবহার করা যায় না। বিকল্প হিসেবে ব্যবহার করতে হয় মডেম অথবা ব্রডব্যান্ড লাইন। তবে আপনি চাইলে আপনার ডেস্কটপে রাউটার ব্যবহার না করে অথবা অতিরিক্ত কোন ডিভাইস না লাগিয়েও মোবাইলের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এমনকি আপনার বাসায় যদি ওয়াইফাই সংযোগ থাকে, মোবাইলের ওয়াইফাই সংযোগ দিয়ে ডাটা ক্যাবল দিয়ে ডেস্কটপে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট। আসেন, জেনে নেই ডেস্কটপে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের সহজ পদ্ধতি।
যা যা লাগবেঃ...
১.মোবাইলে ইন্টারনেট সংযোগ
২.ডাটা ক্যাবল
যেভাবে করবেনঃ
প্রথমে মোবাইলে ওয়াইফাই অথবা ডাটা সংযোগ চালু করুন। ডাটা ক্যাবল দিয়ে ডেস্কটপের সাথে সংযুক্ত করুন। মোবাইলের সেটিংস এ যান। ‘ডাটা ইউসেজ’ অপশনের পর  ‘মোর’ অপশনে টাচ করুন। মোর থেকে ‘টেথেরিং অ্যান্ড পোর্টেবল হটস্পট’ এ প্রবেশ করুন। এখানে ‘ইউএসবি টেথেরিং’ নামে একটি অপশন পাবেন। এই অপশনটি অন করে দিন।
ব্যাস, কাজ শেষ। এবার আপনার ডেস্কটপে চালান ওয়াইফাই বা ডাটা সংযোগে পাওয়া ইন্টারনেট। অন্য কোন ডিভাইস আর দরকার হবে না।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Alltimepass